সিংড়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ২১:৪৫

নাটোরের সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে অরুণ কুমার দাস (৫২) নামে এক নও-মুসলিমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ব্যক্তি রাজশাহীর চারঘাট এলাকা থেকে সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লায় তার এক নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, অরুণ কুমার দাস নামে ঢাকাফেরত এক ব্যক্তি রাজশাহীর চারঘাট থেকে সিংড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি হাইপেসার ও এজমার রোগী ছিলেন। বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। কিন্তু বিকালে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে মৃত্যুবরণ করেন। বর্তমানে লাশটি রাজশাহীর চারঘাটে দাফনের সিদ্ধান্ত হয়েছে। তিনি মৃত বজেন্দ্রনাথ দাসের ছেলে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি করোনা উপসর্গ ছিল। আপাতত সিংড়াতে বেড়াতে আসা আত্মীয়-স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :