রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুন ২০২০, ২২:০৩ | প্রকাশিত : ১১ জুন ২০২০, ২১:৫০

করোনার প্রকোপ শুরুর পর থেকে নিরলসভাবে চিকিৎসা দিয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের রোগীদের। টেলিফোনে পরামর্শ দিয়েছেন অনেক আক্রান্ত মানুষকে। অথচ বুধবার নিজেই করোনা পজিটিভ বলে রিপোর্ট পেলেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।

করোনা পজিটিভের বিষয়টি বৃহস্পতিবার দুপুরে ডা. আশ্রাফুল হক সিয়াম ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ কার্ডিয়াক সার্জন ডা. সিয়াম কার্ডিয়াক সার্জন্স সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক। পানিসম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের ছোটভাই তিনি।

জানা গেছে, ডা. সিয়াম করোনা সংকটের মধ্যেই রোগীদের সেবা প্রদান করছিলেন। বর্তমানে ‍তিনি হোম আইসোলেশনে আছেন। তবে তার অক্সিজেন স্যাচুরেশন (রুম এয়ার) কমে গেছে।

ডা. সিয়ামের একজন স্বজন ঢাকা টাইমসকে বলেন, শুরু থেকে সতর্কতার সঙ্গে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। হৃদরোগ নিয়ে কাজ করায় সবসময়ই রোগীদের প্রতি নজর রাখতে হয়। তাই প্রতিনিয়ত হাসপাতালে যাওয়া আসা করতে হয়েছে। এখন নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। মাঝে মাঝে অক্সিজেন নিতে হচ্ছে।

এই চিকিৎসক দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার স্বজন।

আশ্রাফুল হক সিয়াম দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই নিজ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষা, অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে চিকিৎসকের মাঝে পিপিইসহ সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, অসুস্থতার কথা শুনে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ডা. সিয়াম।

প্রসঙ্গত, দেশে নামমাত্র খরচে সরকারি পর্যায়ে বুকের হাড় না কেটে হৃদযন্ত্রের অপারেশনের প্রধান উদ্যোক্তা আশ্রাফুল হক সিয়াম। এই কাজের স্বীকৃতি হিসেবে তিনি জেসিআই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী কর্তৃকও পুরস্কৃত হয়েছেন।

(ঢাকাটাইমস/১১জুন/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

কীভাবে চিনবেন প্রাণঘাতী অগ্ন্যাশয়ের ক্যানসার? বাঁচতে হলে জানুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :