স্রোতে ভেসে যাওয়ার নয় ঘণ্টা পর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ২২:৪০

ভাঙনকবলিত সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার নয় ঘণ্টা পর এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলপেটুয়া নদীর মানিকখালি খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুস সামাদ সানা (৬০)। তিনি আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে।

নিহতের ছেলে আমিরুল সানা ও জিয়ারুল সানা জানান, ঘুর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালির একাংশ বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে সেখানে একটি খালের সৃষ্টি হয়। বেঁড়িবাধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা দুই ভাই ও তার বাবাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই খাল পার হতে গিয়ে ভাটার তীব্র টানে তাদের বাবা খোলপেটুয়া নদীতে ভেসে যান। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকখালি খেয়াঘাট এলাকায় তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :