বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৯৮

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০২০, ২৩:০৯

নতুন ৯৮ জন ব্যক্তির করোনায় সংক্রমণের তথ্য দিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ডেপুটি সিভিল সার্জন এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। যার মধ্যে বগুড়ার ৬৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়াও টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৭০টি ফলাফলে বগুড়ার ৩৩ জনকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৫৬জন সারিয়াকান্দিতে ২২ জন, আদমদীঘিতে ৫ জন, কাহালুতে চারজন, শিবগঞ্জে চারজন, শাজাহানপুরে দুজন, গাবতলীতে দুজন, ধুনটে দুজন এবং শেরপুরে একজন। এদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও পুলিশ রয়েছেন।

এই নিয়ে বগুড়ায় এখন মোট আক্রান্ত ১১৩৫ জন। সুস্থ হয়েছেন ৮৫ জন। করোনায় মৃত্যুবরণ করেছেন ১১ জন।

(ঢাকাটাইমস/১১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :