ঝিনাইদহে করোনায় প্রথম মৃত্যু, নতুন শনাক্ত ৩

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৬:১২

ঝিনাইদহে উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া একজনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এটিই জেলায় প্রথম মৃত্যু। শুক্রবার ওই মৃত ব্যক্তি ও একজন ডাক্তারসহ জেলায় নতুন করে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার আসা ৩০টি নমুনার ফলাফলের মধ্যে তিনটিতে করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে গত ৭ জুন জেলার শৈলকুপার কবিরপুর গ্রামে মৃত্যু হওয়া কৃষ্ণ গোপাল নামের ওই ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। বাকী দুইজনের একজন ঝিনাইদহ সদর ও আরেকজন কালীগঞ্জ উপজেলার।

সিভিল সার্জন আরও জানান, এই পর্যন্ত জেলার ১৫৩৬ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ঝিনাইদহ সদরের ১৫ জন, শৈলকুপার ১৭ জন, হরিণাকুন্ডুর পাঁচজন, কালীগঞ্জের ১৮ জন, কোটচাদপুরের ১৩ জন ও মহেশপুরের চারজন। এর মধ্যে সুস্থ হয়েছেন সদরের সাতজন, শৈলকূপার ১৩ জন, হরিণাকুন্ডুর একজন, কোটচাঁদপুরের নয়জন, কালীগঞ্জের নয়জন ও মহেশপুরের দুইজন।

ঢাকাটাইমস/১২জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :