যশোরে আরো ১১ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৬:২০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোরে ১১টি নমুনা পজিটিভ বলে ফল দিয়েছে।

বৃহস্পতিবার এই ল্যাবে যশোর জেলার মোট ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। শুক্রবার সকালে এগুলোর ফলাফল প্রকাশ করা হয়। যার মধ্যে ১১টি নমুনা পজিটিভ পাওয়া গেছে৷

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও চলমান পরীক্ষণ দলের সদস্য ড. নিগার সুলতানা জানান, বৃহস্পতিবার পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে যশোরের ৫৮টি নমুনা পরীক্ষা করে ১১টি পজিটিভ ফল দেয়।

নমুনা পরীক্ষার ফলাফল যশোর জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই জেলার পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া নমুনাগুলোর মধ্যে সদর উপজেলার চারটি, অভয়নগরের চারটি, শার্শার দুটি এবং ঝিকরগাছার একটি রয়েছে।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :