ব্যাংক খাতে তারল্য সংকট নেই: অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৮:২৯
ফাইল ছবি

ব্যাংক খাতে তারল্য সংকট নেই জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘ব্যাংক খাত গত দুই বছরে ঘুরে দাঁড়িয়েছে। এখন কেউ বলতে পারবে না, ব্যাংকে গিয়ে টাকা পায়নি, ফিরে এসেছে। কোনোরকম খারাপ ব্যবহার করেছে গ্রাহকের সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ।’

শুক্রবার বিকালে বাজেটোত্তর অনলাইন সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার আগে ব্যাংকিং খাত দেখেছি। আমার আগে ব্যাংকের নন-পারফরমিং লোনের পরিমাণ বেশি ছিল। সে কারণে ব্যাংকগুলো মাঝে মধ্যে লক্ষ্য করতাম, তাদের তারল্যের অবস্থা একটু খারাপ হয়ে যেত। ইদানীং কোনো ব্যাংকের তারল্য সংকট, এ কথা শুনিনি।’

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে এক লাখ ৯০ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ শতাংশ। বিশাল এ ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করেছে সরকার। চলতি (২০১৯-২০) বাজেটে যা ছিল ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। এমন প্রেক্ষিতে ব্যাংকিং খাত থেকে যে বাড়তি ঋণ সরকার নিচ্ছে, তাতে ব্যাংক খাত সংকটে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

(ঢাকাটাইমস/১২জুন/আরএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :