ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৮:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সর্বোচ্চ ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, পুলিশ এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০৬ জনে। শুক্রবার ঢাকা থেকে আসা ২৮৯টি রিপোর্টে ৫৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তরা হলেন সদর উপজেলার ১৮ জন, কসবায় ২৭ জন, আখাউড়ায় তিনজন, নাসিরনগরে তিনজন ও আশুগঞ্জের দুজন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে আক্রান্তদের মধ্যে দুজন পুলিশ সদস্য, দুজন স্বাস্থ্যকর্মী ও একজন চিকিৎসক রয়েছেন।

প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছে এবং ৭৬ জন সুস্থ হয়েছেন।

এদিকে করোনার সংক্রমণ বাড়তে থাকায় জেলার নবীনগর উপজেলার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এর ফলে শুক্রবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত পৌর এলাকায় জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন ও নৌ চলাচল বন্ধ থাকছে।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :