পাবনায় পুলিশ সুপারের করোনা শনাক্ত

প্রকাশ | ১২ জুন ২০২০, ২০:৫৭

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের শরীরে করোনাভাইরাস  শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার জন্য সম্প্রতি তিনি ঢাকায় নমুনা দেন।

শুক্রবার তার পজিটিভ রির্পোট আসে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুই এসআইসহ আরো ১১ জন পুলিশের করোনা শনাক্ত হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

মৃত ব্যক্তিরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার আজাহার উদ্দিন (৪৫), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং পাবনার আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন মাস্টার (৬৫)।  

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মৃতরা নিজ বাড়িতে করোনা উপসর্গ জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, পুলিশ সুপার নিজের বাংলোতে আইসোলশনে রয়েছেন। তিনি সুস্থ আছেন।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)