বিএসএমএমইউ’র করোনা ল্যাবে নমুনা সংগ্রহ ১৯ হাজার ছাড়িয়েছে

প্রকাশ | ১২ জুন ২০২০, ২১:৫৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা ভাইরাস ল্যাবরেটরিতে করোনাভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে।

গত ১ এপ্রিল একই ভবনের স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে গতকাল বৃহস্পতিবারের ৫৩৭ জনসহ আজ ১৯ হাজার ৭৩ জন রোগীর নমুনা করোনা ভাইরাস শনাক্তের জন্য সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে একই ভবনের প্রথমতলায় স্থাপিত ফিভার ক্লিনিকে গতকাল বৃহস্পতিবারের ৩৪৩  জনসহ আজ পর্যন্ত ১৭ হাজার ৩৫৬ জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। গত ২১ মার্চ এই ফিভার ক্লিনিক চালু করা হয়।

রোগীরা বিএসএমএমইউর ওয়েব সাইটে প্রবেশ করে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস ল্যাবরেটরির সেবাসমূহ নিচ্ছেন।  

বিএসএমএমইউ জানায়, তাদের উদ্যোগে রোগীদের সুবিধার্থে হেল্প লাইন, অত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথ লাইন” ইতিমধ্যে চালু করা হয়েছে। এছাড়াও বহির্বিভাগে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

ঢাকাটাইমস/১২ জুন/এএ/ইএস