সাংবাদিকসহ বগুড়ায় নতুন ৫১ করোনা রোগী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ২২:২৪

বগুড়ায় এক সাংবাদিকসহ নতুন ৫১ ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর শুক্রবার রাত ৯টায় তিনি এই তথ্য জানান।

ডেপুটি সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং পাঁচজন শিশু রয়েছেন। শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। যার মধ্যে ৩৪ জন ব্যক্তির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল থেকে ৮৬ নমুনার ফলাফলে ১৭ জন সংক্রমিত হয়েছে বলে তথ্য এসেছে। নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে বগুড়া সদরের ২৯ জন, শিবগঞ্জের সাতজন, গাবতলীর ১০ জন, দুপচাঁচিয়ার চারজন এবং আদমদীঘির একজন রয়েছেন।

নতুন করে ৫১ জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৮৬। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন ১১ জন। ফলে বর্তমানে বগুড়া জেলায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০৮৯ জন।

(ঢাকাটাইমস/১২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :