রূপগঞ্জে লকডাউন অমান্য করায় জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুন ২০২০, ২৩:৩৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট নগদ আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত সদর ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচলনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার প্রমুখ। করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় সদর ইউনিয়নকে লকডাউন করে প্রশাসন।

রূপগঞ্জ ইউএনও মমতাজ বেগম বলেন, লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পূর্বাচল উপ-শহরে হ্যাংআউট কিচেন নামে একটি রেস্টুরেন্টসহ ছয়টি প্রতিষ্ঠান থেকে মোট নগদ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :