সাংবাদিক নান্নুর মৃত্যু: ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে মামলা করবে ক্র্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জুন ২০২০, ১৬:০০ | প্রকাশিত : ১৩ জুন ২০২০, ১৪:২২

নিজ বাসায় অগ্নিদগ্ধে দৈনিক যুগান্তর পত্রিকার জ্যৈষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনায় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান পিস ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে মামলা করবে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব)। নান্নু ক্রাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আজ শনিবার দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনটের সামনে এ কথা জানান ক্র্যাবের সভাপতি আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। একই বাসায় একইভাবে গত ২ জানুয়ারি মারা যান নান্নুর একমাত্র ছেলে স্বপনীল আহমেদ পিয়াস। এর ঠিক ছয় মাসের মাথায় ক্রাইম রিপোর্টার নান্নু। তিনি বলেন, নান্নুর মৃত্যুর সঠিক কারণ নির্নয় করতে আমরা আন্দোলন করব, মানববন্ধন করব। ওই ভবনের গ্যাসে লাইনে অথবা বিদ্যুতের লাইনে ত্রুটি ছিল। যা দেখার কথা ছিল ডেভেলোপার কোম্পানির।

এ সময়ে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নান্নুর মৃত্যুতে যুগান্তর পরিবার খুবই মর্মাহত। ওই ভবনে একইভাবে ছেলের পরে বাবার মৃত্যু হলো। এটা খুবই দুঃখজনক ব্যাপার।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসায় আগুনে দগ্ধ হন দৈনিক যুগান্তর পত্রিকার জ্যৈষ্ঠ অপরাধ বিষয়ক প্রতিবেদক ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু। পরে তাকে গতকাল শুক্রবার ভোরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পর্যক্ষেণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। পরে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে গোসল শেষে তার লাশ প্রথমে আফতাব নগরের নিজ বাসায় ও পরে যশোরের গ্রামের বাড়িতে ছেলের পাশে তাকে দাফন করা হবে।

ঢাকাটাইমস/১৩ জুন/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :