মানিকগঞ্জে করোনায় দুজনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২০, ১৭:৫১

মানিকগঞ্জে করোনা আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। এদের একজনের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলা ও আরেকজনের বাড়ি কুষ্টিয়া জেলায়।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ জানান, করোনা পজিটিভ নিয়ে ঢাকা জেলার ধামরাই উপজেলা (বিজয় সরকার ৪৫) নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। শারীরিক অবস্থার অবনিত হলে স্বজন তাকে শুক্রবার রাতে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া কুষ্টিয়া জেলার (মিজানুর রহমান নামে ৪৫) নামে এক ব্যক্তি কর্মসূত্রে মানিকগঞ্জ থাকতেন। তিনি করোনা পজিটিভ নিয়ে ৭ জুন থেকে ১২ জুন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পথে তিনি মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী চারজন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৪০৪ জন। নতুন শনাক্তদের মধ্যে সাটুরিয়া উপজেলায় সাতজন, সিংগাইর উপজেলায় পাঁচজন, ঘিওর উপজেলায় তিনজন এবং মানিকগঞ্জ সদর উপজেলায় দুজন রয়েছেন।

(ঢাকাটাইমস/১৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :