সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাসহ আরও পাঁচজনের করোনা শনাক্ত

প্রকাশ | ১৩ জুন ২০২০, ১৭:৫৩

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস

সাতক্ষীরায় এক ব্যাংক কর্মকর্তাসহ আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট ৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তরা হলেন- সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার ডাচ বাংলা ব্যাংকের সেকেন্ড অফিসার লিমন আলী (৪০), শহরের মুনজিত এলাকার আনারুল ইসলাম (৫৫), কলারোয়া উপজেলার খোরদো গ্রামের সত্যপদ পাল (৪০) ও তালা উপজেলার ঘোনা গ্রামের আজিজুর রহমান (৩৪) এবং একই উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের শুভেন্দ্র হালদার (৩৮। তাদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে।

মেডিকেল অফিসার জয়ন্ত সরকার আরও জানান, জেলা থেকে এপর্যন্ত ১৩৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৯৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৬৬ জনের করোনা পজিটিভ এসেছে।

ঢাকাটাইমস/১৩জুন//পিএল