প্রাথমিকে সাড়ে চার হাজার শিক্ষকের পদ সৃষ্টি

প্রকাশ | ১৩ জুন ২০২০, ২০:৪০ | আপডেট: ১৩ জুন ২০২০, ২০:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

দেশের বিভিন্ন জেলায় চার হাজার ৫৪০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পদ সৃষ্টি করা হয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের জন্য পদ সৃষ্টি সংক্রান্ত আলাদা আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ২৪ ও ২৯ মে স্বাক্ষরিত আদেশগুলো প্রকাশ করা হয়।

‘বিদ্যালয়হীন এলাকায় এক হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প’ এর আওতায় দেশের বিভিন্ন জেলায় চার হাজার ৫৪০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এই পদ সৃষ্টি করা হয়েছে।

প্রধান হিসাবরক্ষকের কাছে পদ সৃষ্টির আদেশে বলা হয়, এই সব শিক্ষকের বেতন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের বরাদ্দ খাত থেকে দেয়া হবে।

(ঢাকাটাইমস/১৩জুন/টিএটি/জেবি)