পদ্মার ভাঙ্গন রোধে টঙ্গীবাড়ীতে বাঁধ নির্মাণ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২০, ২০:৪০

প্রতিবছরই টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে শতশত শতাংশ জমি। এ বছরও বর্ষার শুরুতেই উপজেলার দীঘিরপার, হইয়ারপরসহ নদী সংলগ্ন ছয় কিলোমিটার এলাকজুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে মুন্সীগঞ্জের অন্যতম বৃহৎ দিঘিরপাড় বাজারসহ বহু ভিটা-বাড়ি হুমকির মুখে পড়েছে।

তাই জরুরি ভিত্তিতে উপজেলার পদ্মা নদী এ ভাঙ্গন রোধে ৯০মিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রশিদুল কবির এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

তিনি জানান, আপাতত ভাঙ্গন রোধে ৯০ মিটার জরুরি প্রতিরক্ষামূলক বাঁধের কাজ হাতে নিয়েছি। তবে এ অঞ্চলে ১০০০ মিটার একটি স্থায়ী বাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভূতু জানান, নদী ভাঙ্গনে ঐতিহ্যবাহী দিঘিরপার বাজারটি হুমকির মুখে পড়ায় জরুরি ভিত্তিতে নদীতে জিও ব্যাগ ফেলে বাঁধ নির্মাণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দ না থাকায় আপাতত ৯০ মিটার কাজ বাস্তবায়ন করছেন তারা।

তিনি বলেন, ‘আমি এর আগেও নিজস্ব অর্থায়নে বাজার রক্ষায় বাঁধ নির্মাণ করেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, মিজান খান প্রমুখ।

ঢাকাটাইমস/১৩জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :