করোনা রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান-ইউএনও

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুন ২০২০, ২১:১০

সারাদিন মুষলধারে বৃষ্টি। বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়নি কেউ। কিন্তু এই বৃষ্টিতে থেমে নেই রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলামের করোনা আক্রান্তদের সেবায় মানবিক কর্মকাণ্ড। সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টিকে উপেক্ষা করে তারা ছুঁটে বেড়াচ্ছেন বালিয়াকান্দিতে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি।

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে চারটার পর্যন্ত তারা বালিয়াকান্দিতে করোনা আক্রান্ত ৭টি পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের পরিবারে পুষ্টি সমৃদ্ধ খাদ্যসামগ্রী উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু দারদা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, বর্তমান বালিয়াকান্দিতে সাতটি পরিবার করোনার কারণে লকডাউনে রয়েছে। তাদের পরিবারের সবার খোঁজ খবর নেওয়ার জন্যই আমরা একসাথে বের হয়েছি।

রাজবাড়ী জেলায় এ পর্যন্ত মোট ৯৫ জন আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। আর এর মধ্যে বালিয়াকান্দিতেই আক্রান্ত হয়েছে ২০ জন। সুস্থ হয়েছেন ১৩ জন। বাকিরা সবাই রাজবাড়ী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :