বড়লেখায় দুজনের করোনা শনাক্ত

প্রকাশ | ১৩ জুন ২০২০, ২২:০১

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে এক তরুণসহ আরো দুজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত দুজন পুরুষ। তাদের একজনের (৪৫) বাড়ি বড়লেখা পৌরশহরের উত্তর বাজার এবং অন্যজনের (১৮) বাড়ি উপজেলার জফরপুর এলাকায়। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনার বিভিন্ন উপসর্গ ছিল।

শনিবার তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তবে তারা দু’জন সুস্থ আছেন।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএম)