মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১৪ জুন ২০২০, ১৪:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনাভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি  পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগসহ চার দফা দাবি তুলে ধরা হয়।  

এ সময় বক্তব্য দেন আব্দুস সামাদ, তৌহিদুল ইসলাম, মানিক উদ্দিন ও জোহরুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিতে একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা, ২০১৩ সালের আবেদনকৃতসহ ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, অবৈধভাবে ১৮৩ জনের নিয়োগ বাতিল করার দাবি জানান।

তারা আরো বলেন, দেশের করোনার ক্রান্তিকালে সন্দেহজনক রোগীর বেশি বেশি নমুনা সংগ্রহে বেকার বসে থাকা মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানান।

(ঢাকাটাইমস/১৪জুন/কেএম)