দুই শিশু নির্যাতন মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০২০, ২১:১৯

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় মোবাইল চুরির অপবাদ নিয়ে দুই শিশুকে নির্যাতন করার মামলায় প্রধান আসামি ইউপি সদস্য জহিরুল ইসলামসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও ডিবি পুলিশ।

রবিবার সকালে জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকা হতে র‌্যাব-১৩ এর একটি দল ইউপি সদস্য জহিরুল ইসলামকে এবং শনিবার সন্ধ্যায় জিয়ারুল ইসলাম নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার জহিরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার এবং জিয়াবুল ইসলাম (৫৬) দেওধা গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় দুই আসামি গ্রেপ্তারের কথা স্বীকার করেন। তিনি জানান, র‌্যাবের একটি দল সকালে জেলার হরিপুর উপজেলায় আত্মগোপনে থাকা ইউপি সদস্য জহিরুল ইসলাম এবং ডিবি পুলিশ শনিবার সন্ধ্যায় উপজেলার দেওধা গ্রামে জিয়াবুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, মামলার অন্যান্য আসামি আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে সুমন (১৩) ও তার চাচাত ভাই কমিরুল ইসলাম (১৬)কে মোবাইল ফোন চুরির অপরাদ দিয়ে আটক করে ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগীরা। শালিসের নামে ওই দুই শিশুর হাত-পা পিঠমোড়া করে বেঁধে মারপিট করে ইউপি সদস্যসহ তার সহযোগীরা এবং মারপিটের সেই চিত্র ক্যামেরায় ধারণ করে। পরে ভিডিওচিত্র গৃহবধূ শরিফা খাতুনকে দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ইউপি সদস্য ও তার সহযোগীরা মিলে সরিফা খাতুনকেও মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করে। পরে গৃহবধূর বাড়ি থেকে একটি গরু নিয়ে যায় তারা।

৫ জুন গৃহবধূ শরিফা বেগম বাদী হয়ে ইউপি সদস্য জহিরুল ইসলামসহ সাতজনকে আসামি করে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :