মধুমতির ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জুন ২০২০, ২৩:১৮

সম্প্রতি মধুমতি নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন রোধে আপদকালীন অস্থায়ী বালুবোঝাই জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

রবিবার দুপুরে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া এলাকায় ১০০ মিটার অংশে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।

এসময় উপস্থিতি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার বলেন, আমরা এই মুহূর্তে নদী রক্ষা বাঁধে ১৭৫ কেজি ওজনের ২৫ হাজারের অধিক জিও ব্যাগ ডাম্পিং করব।

তিনি বলেন, নির্বাহী প্রকৌশলীর নির্দেশে কাজের গুণগতমান ঠিক রাখতে কাজ করে যাচ্ছি।

(ঢাকাটাইমস/১৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :