ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে কিশোরগঞ্জের গবাদী পশুগুলো

প্রকাশ | ১৫ জুন ২০২০, ১৪:৩৫

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বেশিরভাগ গবাদি পশুই ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হচ্ছে। প্রায় দু সপ্তাহে পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে এ রোগটি। এ রোগে আক্রান্ত হলে পশুদের যেসব উপসর্গ দেখা দেয় তা অনেকটা করোনা উপসর্গের মতোই। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই উপজেলার খামারিরা।

এই রোগে আক্রান্ত হলে পশুর চামড়ায় লাল ও গুটি গুটি হয়, পাঁ ফুলে যায়, গলায় ব্যাথা হয় ও ফুলে যায় এবং জ্বর হয়। এ রোগে আক্রান্ত হওয়ার কারণে উপজেলার গবাদী পশুগুলোর ওজন কমে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে ও দুধ উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া চামড়ার গুণাগুনও নষ্ট হয়ে যাচ্ছে।

কিশোরগঞ্জ সদর ইউপির মুন্সিপাড়া গ্রামের খামারি মমতাজ উদ্দিন পালানু জানান, ‘আমার একটি গরু এই রোগে আক্রান্ত হয়েছিল, এখন সুস্থ। তবে গ্রামের গবাদি পশুগলোর মাঝে  ছড়িয়ে পড়েছে এই রোগ।

পুটিমারী ইউপির কালিকাপুর গ্রামের আব্দুস ছামাদ জানান, তার তিনটি গরুই এই রোগ হয়েছে। 

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, ল্যাম্পি স্কিন ভাইরাসটি সাত থেকে ১০ দিন পশুর শরীরে থাকে। এর কোনো প্রতিষেধক বের হয়নি। তবে পক্সের ভ্যাকসিন ‘গোট পক্স ব্যাকলি’ প্রয়োগ করা যায় এবং প্রাথমিক চিকিৎসা হিসাবে প্যারাসিটামল খাওয়ানো যায়। এতে মৃত্যুর হার শতকরা ০.৫ থেকে এক ভাগ।

তিনি আরও জানান, এটি মরণব্যাধি নয় এই রোগে আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। তবে খামার মশা-মাছি মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

ঢাকাটাইমস/১৫জুন/পিএল