হাসপাতাল থেকে ছাড়া পেলেন আল্লামা শফী

প্রকাশ | ১৫ জুন ২০২০, ১৭:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হেফাজতে ইসলামের আমির ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা শাহ আহমদ শফী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা নিয়ে এক সপ্তাহের বেশি সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার দুপুরে আল্লামা শফীকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে হাটহাজারী মাদরাসায় নিয়ে যাওয়া হয়।তিনি দেশের সবচেয়ে বড় এই কওমি মাদ্রাসাটির মহাপরিচালক। 

আল্লামা শফীর ছেলে এবং হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী জানান, তার বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এজন্য চিকিৎসকেরা হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। এরপর হাটহাজারী মাদ্রাসায় নিয়ে আসেন। তিনি তার বাবার সুস্থতা জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ৭ জুন রাতে শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আল্লামা শফী। তার চিকিৎসায় নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে কর্তৃপক্ষ। এই প্রবীণ আলেমের করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে।

(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)