ফরিদপুরে একদিনে করোনায় প্রাণ গেল তিনজনের

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০২০, ২৩:১৮

করোনা প্রাদুর্ভাবের একশতম দিনে ফরিদপুরের প্রাণ গেল আরো তিনজনের। এদের মধ্যে রয়েছেন একজন মুক্তিযোদ্ধা ও আনসার বাহিনীর সদস্যও। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তিনজন মারা যান।

সকালে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন (৭০)। তিনি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। বিকালে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন দেওয়া হয়।

একই দিন মারা গেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ২০তম আনসার ব্যাটালিয়ানের সদস্য আব্দুর রউফ (৫৫)। গত বৃহস্পতিবার তার করোনা ভাইরাস শনাক্ত হয়। তার বাড়ি গাইবান্দা জেলার পলাশবাদী উপজেলার খামার নড়াইল গ্রামে।

ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রকিবুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়াও সদরপুর উপজেলার ১৭ রশি এলাকায় মুন্নাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তি সন্ধ্যায় মারা গেছেন।

এই উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, মান্নাফ করোনায় আক্রান্ত হয়ে পাঁচ দিন ফরিদপুরে মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলে সদরপুরের নিজ বাড়িতে নিয়ে আসে, পরে আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, তার পরিবারের স্ত্রী রুমা পারভীন ও ছোট ছেলে করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছীদ্দিকুর রহমান জানান, জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন।

তিনি বলেন, জেলার নয় উপজেলাতে সোমবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৮৬১ জন।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :