বগুড়ায় দেড় হাজার ছাড়ালো করোনা রোগী

প্রকাশ | ১৫ জুন ২০২০, ২৩:২৬ | আপডেট: ১৫ জুন ২০২০, ২৩:২৮

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়া জেলায় আরও ১৫২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম। করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার সোমবার রাতে তিনি এ তথ্য জানান।

ডা. ফারজানুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৮৭টি ফলাফলের মধ্যে ৯৪টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৬৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বাকি ২৮ জন আক্রান্তের ব্যাপারে বিস্তারিত জানায়নি স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, নার্স ও শিশু রয়েছেন।

নতুন ১৫২ জন করোনায় আক্রান্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৫৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ জন ও মৃতের সংখ্যা ১৭।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)