বোয়ালমারীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০২০, ২৩:৪১

ফরিদপুরের বোয়ালমারীতে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে দুই পুলিশ সদস্যসহ আরও নয়জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

পৌরসভার পশ্চিম কামারগ্রাম চরপাড়ার মৃত হাসিম মোল্যার ছেলে লিপন মোল্যা (২৮) বেশ কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা, গলা ব্যথায় ভুগছিলেন। সোমবার বিকালে এসব উপসর্গ নিয়ে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানায়, লিপন লিভারের রোগী ছিল, সেই সাথে বেশ কয়েকদিন তার করোনার উপসর্গ দেখা যায়। ভয়ে করোনা পরীক্ষা করায়নি সে।

পৌর কাউন্সিলর শেখ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপর দিকে বোয়ালমারী উপজেলার এক সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও এক কনস্টেবল নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া, হাসামদিয়া, পৌরসভার কুশাডাঙ্গা ও শিবপুরে একজন করে এবং বোয়ালমারী পৌর সদর বাজারে দুজন ও পাশের সালথা উপজেলার সোনাপুর গ্রামের এক ব্যক্তি, যিনি বোয়ালমারীতে বসবাস করেন- তারা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৩ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন, মারা গেছেন দুজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম জানান, উপজেলায় নতুন করে নয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :