বান্দরবানে গুলিতে ইউপি সদস্য আহত

প্রকাশ | ১৫ জুন ২০২০, ২৩:৫৬

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস

বান্দরবান সদর উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে এক ইউপি সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার কুহালং ইউনিয়নে বাকীছড়া এলাকার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত ইউপি সদস্য চাইসাহ্লা মারমা (৩৬)। তিনি ওই ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মেম্বার।

কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন তাকে ফোন করে জানায় একজন ওয়ার্ড মেম্বার গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, সন্ধ্যায় অজ্ঞাত একদল যুবক তাকে ঘর থেকে ডেকে বের করে। পরে কাছ থেকে গুলি করে পালিয়ে যায় তারা।

সদর হাসপাতালের আরএমও ডা. জসিম উদ্দিন বলেন, কোমরের নিচে বাম পাশের উরুতে গুলি লেগেছিল। প্রচুর রক্তক্ষরণ ঘটেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল আলম চৌধুরী জানান, এটা কে বা কারা ঘটিয়েছে- তা জানা নেই।

(ঢাকাটাইমস/১৫জুন/এলএ)