এই আঙুল কার বলতে পারেন?

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৬ জুন ২০২০, ০৯:৪৬

ছবিতে কাঠের গুঁড়ির নিচে যে পাঁচটি আদ্ভুত আঙুল বেরিয়ে থাকতে দেখছেন, এগুলো কোনো মানুষের কিংবা কোনো প্রাণীর বলেই তো মনে হয়। কিন্তু মানুষ কিংবা প্রাণীর আঙুলের রঙ কি এমন দেখেছেন কখনো? নীল-ধূসর বর্ণের এই পা তাহলে কার?

টুইটারে ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দার শেয়ার করা ছবিটি কিন্তু কোনো শিল্পীর আঁকাও নয়। বাস্তবেই এর অস্তিত্ব রয়েছে। আপনি একবার দেখুন তো, ছবিতে কী দেখা যাচ্ছে তা ধরতে পারেন কি না!

পায়ের পাতায় পাঁচটি পায়ের পাতায় পাঁচটি আঙুলে। আঙুলে নখও রয়েছে। হয়তো ভাবছেন, শিম্পাঞ্জি বা গরিলার আঙুল। আসলে এটি কোনো প্রাণীর পা নয়।

ছবিটিতে আসলে এক ধরনের ছত্রাক দেখা যাচ্ছে। এর নাম ‘ডেড ম্যানস ফিঙ্গারস' (Dead Man's Fingers) বা জাইলারিয়া পলিমোরফা (Xylaria polymorpha)।

ছত্রাকটার এমন আদ্ভুতুড়ে নামের কারণ, দেখে মনে হয় যেন জঙ্গলের মধ্যে পাথরের ফাঁক দিয়ে মানুষের আঙুল বেরিয়ে রয়েছে। সায়েন্স ফ্রাইডের মতে, ডেড ম্যানস ফিঙ্গার সাধারণত দুই থেকে পাঁচটি শাখা একসঙ্গে ক্লাস্টার করে বৃদ্ধি পায়। বন ও কাঠের অঞ্চলে এটি পাওয়া যায়। এটি সাধারণত ক্ষয়ে যাওয়া কাঠ ও পচা গাছের কাণ্ড থেকে বৃদ্ধি পায়।

(ঢাকাটাইমস/১৬জুন/মোআ)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :