সাতক্ষীরায় করোনা উপসর্গে নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৬

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০২০, ১৪:০৭

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আমেনা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মৃত্যু হয় তার। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মফিজুল মোড়লের স্ত্রী। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, গত রবিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আমেনা বেগম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মৃতের লাশ দাফনের প্রস্তুতি চলছে। এছাড়া তার বাড়িসহ আশোপশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ছয়জনসহ জেলায় এ পর্যন্ত ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/১৬জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :