রাজধানীতে চালকের ঘাড়ে কোপ দিয়ে অটোরিকশা ছিনতাই

প্রকাশ | ১৬ জুন ২০২০, ১৪:২৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকায় চালকের ঘাড়ে ধারালো ছুরির কোপ দিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত কামাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আহত কামাল মিয়া প্রতিবেশী আবদুল হক মিয়া বলেন, মঙ্গলবার ভোর চারটার দিকে কড়াইল বৌবাজার থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় আসাদগেট এলাকায় আসেন কামাল। এ সময়ে চার থেকে পাঁচজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা পয়সা খোঁজ করে। সাথে টাকা নেয় জানালেই ছিনতাইকারীরা একটি ধারালো ক্ষুর দিয়ে তার ঘাড়ে টান দিয়ে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে লোকজনের সহায়তা কামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আহত কামাল মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নৈল্লাপাড়া গ্রামে। তিনি রাজধানীর কড়াইল বৌবাজার এলাকায় বসবাস করেন।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনা খবর আমি এখনো শুনিনি। তবে কেউ অভিযোগ করলে, আমি আইনগত ব্যবস্থা নেবো।

ঢাকাটাইমস/১৬ জুন/এএ /ইএস