ঘাটাইলে ১০ দোকান মালিকের জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০২০, ২৩:০৬

টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ঘাটাইল পৌর শহরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান খোলা পাওয়ায় ঘাটাইল কলেজ মোড় এলাকা ও ঝড়কা বাজারের দশটি দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ঢাকাটাইমসকে বলেন, সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা থাকলেও যে সকল ব্যবসায়ী সেই নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রেখেছে আমরা তাদের মধ্যে আজকে দশটি দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছি।

সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :