রাজবাড়ীতে সাংবাদিকসহ ১৮ জনের করোনা শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০২০, ১৬:৩৮

রাজবাড়ীর কালুখালি উপজেলার যায়যায়দিন পত্রিকার সাংবাদিক ফজলুল হকসহ নতুন করে আরো ১৮জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১৪০ জন করোনা রোগী শনাক্ত হলো।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ১১ জন রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি, বাণীবহ ও সজ্জনকান্দা, কালুখালি উপজেলায় একজন, দুজন পাংশা উপজেলার কলিমহর ও মৌরাট, একজন বালিয়াকান্দি উপজেলার নারুয়ার মেঘনা ক্লিনিকের স্টাফ ও তিনজন গোয়ালন্দ উপজেলার এসিল্যান্ড অফিসের কর্মকর্তা।

এ পর্যন্ত রাজবাড়ীতে মোট সুস্থ হয়েছে ৫৩ জন। মারা গেছে দুজন, হোম আইসোলেশনে ৪৯ জন, হাসপাতালে ভর্তি রয়েছে ৩৪ জন। অন্যরা প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রয়েছে। এ পর্যন্ত তিন হাজার ১৩৯ জনের নমুনা পাঠিয়ে দুই হাজার ৭৪০টি নমুনার ফলাফল পাওয়া গেছে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খোন্দকার মুহাম্মদ আবু জালাল বলেন, গত ১১ জুন সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক কালুখালী হাসপাতালে নমুনা দিলে তার রিপোর্ট মঙ্গলবার পজেটিভ আসে।

(ঢাকাটাইমস/১৭জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :