গাজীপুরে করোনা উপসর্গে শিক্ষকসহ তিনজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০২০, ২০:০১

গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের একজন টঙ্গী সফিউদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের স্কুল (প্রভাতি) শাখার সহকারী শিক্ষক হাবিবুর রহমান। অন্য দুইজন হলেন- কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার বাসিন্দা আবু সাঈদ ও সুত্রাপুর এলাকার বাসিন্দা পঞ্চানন্দ বণিক।

মৃত ওই স্কুল শিক্ষকের মেয়ে জানান, অনেক দিন ধরেই তার বাবা নিউমোনিয়া ও ঠান্ডা-সর্দিতে ভুগছিলেন। গত ৯ জুন তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে মৃত্যু হয়েছে তার।

এদিকে কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হোসেন জানান, একই রাতে উপজেলার লতিফপুর এলাকায় ঠান্ডা, শ্বাসকষ্ট ও জ্বরে আবু সাঈদ (৭০) নামে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাতেই তার লাশ দাফন করা হয়েছে।

এছাড়া কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নাজমুন নাহার জানান, বুধবার ভোরে সূত্রাপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে পঞ্চানন্দ বণিক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢাকাটাইমস/১৭জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :