নীলফামারীতে আরো সাতজনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০২০, ২৩:৪১

নীলফামারীর কিশোরগঞ্জে দু’দিনের ১৪ নমুনায় সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। আবার নতুন শনাক্ত সাতজনের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে একজন হলেন সোনালী ব্যাংক লি. কিশোরগঞ্জ শাখার ক্যাশিয়ার।

এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জন। আজ রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ। তিনি জানান, গত ৯ জুন নমুনা সংগ্রহ করা হয় ছয়জনের এদের মধ্যে পাঁচৎজনের করোনা শনাক্ত এবং ১১ জুনের পাঠানো আটজনের নমুনার মধ্যে দুজনের করোনা পজেটিভ এসেছে। দিনাজপুর পিসিআর ল্যাব থেকে বুধবার এ ফলাফল এসেছে।

নতুন আক্রান্ত সাতজনকে আইসোলেশনে নেয়ার প্রস্তুতি চলছে। এছাড়া তাদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার প্রক্রিয়াও চলছে।

কিশোরগঞ্জ থানার ওসি এম হারুন অর রশিদ জানান, নতুন করোনা শনাক্ত রোগীদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৭জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :