খানসামায় দারিদ্রতাকে হার মানিয়ে দুই শিক্ষার্থীর সফলতা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমসস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২০, ১২:৪৮

দিনাজপুরের খানসামায় দারিদ্রতাকে হার মানিয়ে এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছেন দুই ভ্যানচালকের মেয়ে। তারা হলেন লিজা আক্তার ও আয়েশা খাতুন। তারা উপজেলার গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছেন তারা। জেএসসিতেও জিপিএ ৫ পেয়েছিলেন তারা

উপজেলার হাসিমপুর গ্রামের লিজা আক্তারের বাবা আতর আলী ভ্যান চালিয়ে সংসার চালানো হিমশিম খেতে হয়। এদিকে দুই ছেলে-মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হওয়ায় লিজার মা লিপি বেগম অন্যের বাড়িতে কাজ করেন। তার বাবার ইচ্ছে মেয়ে একজন চিকিৎসক হবেনবাবার ইচ্ছে পূরণে লিজা আক্তার সাফল্যের সঙ্গে একটার পর একটা সিঁড়ি অতিক্রম করছেন।

এদিকে মারগাঁও গ্রামের আয়েশা খাতুনের বাবা সোলায়মান আলী একজন ভ্যানচালক এবং মা মমতা বেগম গৃহিনী। ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চালানোর পাশাপাশি বড় মেয়ে সাবরিনা আক্তারকে রংপুর প্রাইম মেডিকেলে নার্সিং-এ লেখাপড়া করান। বর্তমানে ওখানেই নার্সিং-এ চাকুরি করেন সাবরিনা

আয়েশার বাবা জানান, আয়েশা যখন ছোট তখন তাকে তার বাবা এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেসময় ফি একশত টাকা কম দেওয়ায় সেই চিকিৎসক অনেক কড়া কথা বলেছিল। সেই থেকেই তার ইচ্ছে ও চেষ্টা অনুযায়ী বড় মেয়েকে নার্সিং-এ ও ছোট মেয়ে আয়েশা খাতুনকে মেডিকেলে পড়ানো। তাই আয়েশারও ইচ্ছে তিনি একজন চিকিৎসক হয়ে গরিব ও সমাজের অসহায়-দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন

গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন জানা, আয়েশা আক্তার ও লিজা আক্তার লেখাপড়ায় খুব মনোযোগী। তাদের বাবা ভ্যানচালক হওয়া সত্বেও নিয়মিত মেয়েদের ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকদেন সঙ্গে যোগাযোগ রাখতেন।

ঢাকাটাইমস/১৮জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :