পিতা-পুত্রের পর এবার মা-মেয়েও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৮ জুন ২০২০, ২০:৪৭

টাঙ্গাইলের গোপালপুরে পিতা-পুত্রের পর এবার মা-মেয়েও নতুন করে করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন। তারা হলেন, পৌরশহরের নন্দনপুরের নূর ইসলামের স্ত্রী রমিছা বেগম (৫০) ও মেয়ে ফারিয়া (১৭) । এছাড়া গোপালপুরের একই এলাকার আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম এবং হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে লিটন মিয়ার (৩৬) দেহেও আজ করোনা পজিটিভ এসেছে।

এ নিয়ে গোপালপুর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন ১০ জন।

এর আগে ৯ জুন মা-মেয়ের ওই পরিবারে পিতা নূর ইসলাম (৬০) ও পুত্র মো. রাকিব (২৭) একসাথে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে মা-মেয়েসহ চারজনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, গোপালপুরের চারজনসহ গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মির্জাপুর ও ভুঞাপুরে ৬ জন করে, দেলদুয়ারে দুজন, সখীপুর ও ধনবাড়িতে একজন করে রয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টাঙ্গাইলে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৭৯ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন আটজন। আরোগ্য লাভ করেছেন ১৩৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৬ জন।

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :