দুই ধরনের করোনা প্রতিষেধক বানাচ্ছে রাশিয়া

প্রকাশ | ১৯ জুন ২০২০, ০৮:৪৬ | আপডেট: ১৯ জুন ২০২০, ১০:২৮

ঢাকাটাইমস ডেস্ক
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে দিনরাত এক করে ফেলেছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। সতর্কতা অবলম্বন করলেও প্রতিষেধক ছাড়া বাঁচানো সম্ভব নয় লাখ কোটি মানুষের প্রাণ। এখনো পর্যন্ত বিশ্বের অনেক দেশই করোনার সম্ভাব্য প্রতিষেধকের নাম বিশ্ব স্বাস্থ্য তালিকায় নথিভুক্ত করেছে। এরই মধ্যে নতুন সুখবর দিল রাশিয়া।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট লিকুইড এবং পাউডার দুই আকারেই করোনার প্রতিষেধক বানিয়েছে।

বুধবার রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই মানব শরীরের ওপর করোনার প্রতিষেধক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী তিন-চার মাসের মধ্যেই জনসাধারণের কাছে এই প্রতিষেধক পৌঁছে দিতে পারবেন তারা।

জানা গিয়েছে, করোনার প্রতিষেধক প্রয়োগ করার জন্য স্বেচ্ছাসেবকদের দুটি দল গঠন করা হয়েছে। এক একটি দলে ৩৮ জন করে সদস্য রয়েছেন। আগামী দেড় মাস ধরে একটি দল পাউডার আকারের এবং ওপর দল লিকুইড আকারের করোনার প্রতিষেধক প্রয়োগ করবে। প্রথমবার প্রয়গের ২১ দিন পর আবারও স্বেচ্ছাসেবকদের ওপর প্রতিষেধক প্রয়োগ করা হবে।

(ঢাকাটাইমস/১৯জুন/জেবি)