কাশিয়ানীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১৫:৩৮

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আশরাফুজ্জামান বাবু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কয়েকদিন আগে শ্বাসকষ্ট, সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়িতে আসেন বাবু। গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার নেয়ার জন্য গেলেও চিকিৎসা না পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

ইউএনও সাব্বির আহম্মেদ জানান, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে দাফন করেছেন।

ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :