জামালপুরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ | ১৯ জুন ২০২০, ১৭:৪২

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে মেহের আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বামী হত্যার অভিযোগে স্ত্রী সুলতানা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চরকামালবার্তী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ভাই দুলা মিয়া বাদী হয়ে গ্রেপ্তার সুলতানা বেগমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, দিনমজুর মেহের আলীর অভাবের সংসারে প্রায় সময় পারিবারিক কলহ লেগে থাকত। ঘটনার দিন রাতে প্রয়োজনীয় খাবার না আনায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেহের আলীকে তার স্ত্রী লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মেহের আলীর মৃত্যু হয়। এরপর স্থানীয়রা মেহের আলীর স্ত্রী সুলতানা বেগমকে আটক করে থানায় খবর দেয়। শুক্রবার সকালে মেহের আলীর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৯জুন/পিএল