মাগুরায় ব্যাংকার দম্পতির করোনা শনাক্ত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১৮:৪৫

মাগুরায় শুক্রবার নতুন করে দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ জন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার নতুন করে এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি শহরের খান পাড়ায়। মাগুরায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫৮ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৩৫ জন, শ্রীপুরে ১১ জন, শালিখায় পাঁচজন, মহম্মদপুর উপজেলায় সাতজন।

আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছে ৩৪ জন। ২১ জনকে হোম আইসোলেশনে এবং একজনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১৯জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :