রাজবাড়ীতে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ | ১৯ জুন ২০২০, ১৯:১২

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে শহীদ শেখ (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে পৌনে ১২টার দিকে খানখানাপুর ও পাচুরিয়া ইউনিয়নের সীমান্তে ভাগলপুরের সেবা ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।

শহীদ শেখ পাঁচুরিয়া ইউপির খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি সেবা ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত ও খানখানাপুর সুরাজ মোহেনী ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য বলে জানা গেছে।

খানখানাপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লাল জানান, খানখানাপুর বাজার থেকে শহীদ নামের ওই ব্যবসায়ী মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। ভাগলপুরের শাজাহানের বাড়ির সামনে পৌঁছালে দুবৃর্ত্তরা মোটরসাইকেল থামিয়ে তার মাথায় গুলি করে হত্যার পর পালিয়ে যায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

শহীদ শেখের ভাই নিজাম শেখ জানান, তার ভাইেয়ের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সেটাও বলতে পারছেন না।

সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এই হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৯জুন/কেএম)