যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ২০:০১

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকান্দি এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আসলাম হোসাইন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মুজাহিদ ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পুর্নবাসন গ্রামের আব্দুল সালাম।

উপজেলা সহকারী কমিশনার জানান, যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র লোড ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যা ভূমি ব্যবস্থাপনা আইনে দণ্ডনীয় অপরাধ। এজন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এসময় একজন লোড ড্রেজার চালক ও একজন কার্গো ট্রলার চালকে ছয়মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকাটাইমস/১৯জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :