করোনাযোদ্ধাদের জন্য ১৫ শতাংশ ছাড় দিচ্ছে ‘ফ্যাশন ফিট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০২০, ২০:৩৭ | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ২০:৩০

ব্যতিক্রমী এক উদাহরণ সৃষ্টি করেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার পাদুকা প্রতিষ্ঠান ‘ফ্যাশন ফিট’। করোনা ভাইরাস মোকাবেলায় নিয়োজিত ব্যক্তিদের জন্য প্রতিষ্ঠানটি তাদের পণ্যের কেনাকাটায় ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। ‘করোনাযোদ্ধা’দের প্রতি সম্মান দেখাতে তারা এই সুযোগ দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার উজ্জ্বল দাস। গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারের ‘ফ্যাশন ফিট’ সু স্টোরে চলতি মাসের শুরু থেকে এছাড় চলছে।

উজ্জ্বল দাস জানান, করোনা ভাইরাস প্রদুর্ভাব মোকাবেলায় দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল বা ডায়াগনস্টিক চেম্বারের অন্যান্য কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক সহ যে সকল পেশার মানুষ করোনা যুদ্ধে অংশ নিয়েছেন তাদের প্রতি সম্মান দেখাতে তার এই উদ্যোগ।

ঢাকা টাইমসকে উজ্জ্বল বলেন, ‘করোনা ভাইরাস যুদ্ধে অনেক পেশার মানুষ ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং অদম্য সাহসীকতার কারণে আমরা নিরাপদে আছি। অসুস্থ হলেও সুস্থতার প্রত্যাশা করতে পারছি। এসকল ফ্রন্টলাইনের যোদ্ধাদের আমাদের অন্তর থেকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই।’

পুরো করোনাকাল ব্যাপী ছাড় অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রতিষ্ঠান থেকে তাদের জন্য ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছি। আমার শো-রুম থেকে বিভিন্ন পেশাজীবী মানুষ জুতা, মানিব্যাগ, বেল্ট, পার্স সহ যে কোন পণ্য কিনলে এই ডিস্কাউন্ট পাবেন।’

(ঢাকাটাইমস/১৯জুন/কারই/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :