দিনাজপুরে ম্যাজিস্ট্রেটসহ করোনায় নতুন আক্রান্ত ১৪

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ২২:০৫

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের একজন সহকারী কমিশনার ( ম্যাজিস্ট্রেট), জেনারেল হাসপাতালের চার স্টাফসহ নতুন করে জেলায় শুক্রবার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরেই ১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৮৩ জন।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) মো. মহসিন, দিনাজপুর জেনারেল হাসপাতালের চার স্টাফসহ জেলায় নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন, সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলায় আজ ১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের একজন সহকারী কমিশনার, জেনারেল হাসপাতালের ৪ জন স্টাফসহ সদরে রয়েছে ১১ জন। বাকিগুলো শেখপুরা এবং দক্ষিণ কোতোয়ালি হরহরিপুর গ্রামে আক্রান্ত হয়েছেন। এছাড়াও পার্বতীপুর উপজেলায় একজন, কাহারোল উপজেলায় একজন এবং বিরামপুর উপজেলায় একজন করোনা আক্রান্ত রয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৪৮৩ জন। আর মৃত্যু হয়েছে সাতজনের।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :