আখাউড়া দিয়ে দেশে ফিরলেন আরো ১২৩ ভারতীয় নাগরিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ২২:১৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে তৃতীয় দফায় দেশে ফিরে গেলেন আরো ১২৩ জন ভারতীয় নাগরিক। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে তারা আখাউড়া আন্তর্জাতিক স্থল বন্দর দিয়ে দেশে ফিরে যান। করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকা পড়েন।

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লকডাউনের কারণে আটকা পড়া ভারতীয় নাগরিকরা ভ্রমণসহ বিভিন্ন ধরনের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরবর্তীতে লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর তারা নিজ দেশে ফেরার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন। নিবন্ধনের আওতায় শুক্রবার তৃতীয় দফায় ১২৩ জন ভারতীয় নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন।

এর আগে গত ২৮ মে প্রথম দফায় ১০৬ জন এবং দ্বিতীয় দফায় গত বৃহস্পতিবার ১২০ জন ভারতীয় নাগরিক আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফিরে যান।

(ঢাকাটাইমস/১৯জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :