কুষ্টিয়ায় আরও ২১ জনের করোনা শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২০, ১৪:০৭

কুষ্টিয়ায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত শুক্রবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এনিয়ে জেলায় মোট ৩২৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। জেলা সিভির সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৫২ জন পুরুষ এবং ৭৬ জন নারী। এর মধ্যে সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কুষ্টিয়া সদরে। শুধুমাত্র সদর উপজেলায় এর সংখ্যা ১৫২ জন। এছাড়া ভেড়ামারা উপজেলার ৫০, দৌলতপুরের ৪৪, কুমারখালীর ৪২, মিরপুরের ২৫ এবং খোকসার ১৫ জন রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে জেলায় মৃত্যুবরণ করেছে ১২জন এবং করোনা শনাক্ত হওয়ার পরে মৃত্যু হয়েছে দুইজনের।

জেলার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, করোনা সংক্রমণে আতঙ্কিত না হয়ে সতর্কতা বাড়াতে হবে। সাধারণ মানুষ ঘরে না থাকায় এ সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২০জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :