সৈয়দপুর উপজেলা চেয়ারম্যানসহ আরও তিন করোনা রোগী শনাক্ত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২০, ১৬:১৮

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের ছোট ভাই জেলা যুবদলের সাবেক সভাপতি রশিদুল হক সরকার রয়েছেন। গত শুক্রবার রাত ৯টায় জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তসহ উপজেলায় এ পর্যন্ত মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে একজনের।

জানা গেছে, চেয়ারম্যান মোখছেদুল মোমিন স্বর্দি-জ্বর নিয়ে কয়েকদিন থেকেই বাড়িতে অবস্থান করছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর নিজ বাড়িতেই তার আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং বাড়িটি লকডাউন করা হয়েছে।

এদিকে পৌর মেয়রের ভাই রশিদুল হক সরকার অসুস্থ হওয়ার পর থেকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাকেসহ শহরের বাঁশবাড়ী মহল্লার করোনা অপর করোনা রোগী যুবক রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২০জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :