মাগুরায় জেলা জজের স্ত্রীসহ নতুন আক্রান্ত ছয়জন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০২০, ১৭:৩৬

মাগুরায় নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৪ জন।

সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, শনিবার পাওয়া রিপোর্টে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মাগুরাতে মোট আক্রান্তের সংখ্যা ৬৪। আক্রান্তদের মধ্যে জেলা জজের স্ত্রীসহ তার বাংলোতে কর্মরত দুজন। সদর উপজেলা ও শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২ জন স্বাস্থ্যকর্মী। অন্যজনের বাড়ি মহম্মদপুর উপজেলার খালিয়ায় গ্রামে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ জন। হোম আইসোলেশনে আছেন ২৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১ জন। এ পর্যন্ত জেলার মোট ১ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ১২৭ জানের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :