গোরস্থান রক্ষার দাবিতে ইউএনও অফিস ঘেরাও

প্রকাশ | ২০ জুন ২০২০, ১৯:০৮

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁওয়ে কবরস্থান দখলের প্রতিবাদে ইউএনও অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ফুটানীবাজারে বেংরোল গোরস্থান রক্ষা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, সদর উপজেলার রায়পুর ইউনিয়নে প্রায়   ২০০ বছরের পুরনো তিনটি কবরস্থান দখলে মরিয়া হয়ে উঠেছে একটি ভূমিদস্যু চক্র। ইতোমধ্যে সেসব কবরস্থান দখল করে গাছ রোপন ও হালচাষ করেছে বলে অভিযোগ তাদের। এলাকার কেউ মারা গেলে সেখানে কবর দিতে বাধা দেয়া হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সদর উপজেলা কর্মকতা আবদুল্লাহ আল-মামুন বলেন, আগামী সাত দিনের মধ্যে উভয়পক্ষের কাগজপত্র নিয়ে শুনানি  শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০জুন/কেএম)